যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এমনই একটি ঘটনা ঘটেছে।
মা-বাবার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন এক নারী। কারণ হোল অনুমতি না নিয়ে তাঁকে জন্ম দিয়েছেন তার মা-বাবা।
গণমাধ্যমের এক খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এমনই একটি ঘটনা ঘটেছে। কাস থিয়াজ নামের ওই নারী মজা করে বলেন, ‘তাঁরা আমার জন্মের আগে আমার সঙ্গে কোনোভাবে যোগাযোগের চেষ্টাও করেনি। জানতে চাইল না, আমি আদৌ এখানে আসতে চাই কি না।’
আরও পড়ুন : ভারতে বিলবোর্ড ধসে প্রাণ হারালেন ১৪ জন, আহত ৬০
অবশ্য টিকটকার কাস থিয়াজ নিজের বায়োডাটায় লিখেছেন, তাঁর অ্যাকাউন্টটি ব্যঙ্গাত্মক।
থিয়াজ এক ভিডিওতে তাঁর নিজের সন্তান থাকা সত্ত্বেও কেন মা–বাবার বিরুদ্ধে মামলা করেছেন, তারও ব্যাখ্যা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, তিনি সন্তান দত্তক নিয়েছেন। সুতরাং তাঁদের সম্মতি ও গর্ভধারণের কোনো বিষয় ছিল না। তিনি বলেন, ‘এরা যে এখানে এসেছে, এতে আমার কোনো ভুল নেই। কিন্তু আপনি যদি এখন অন্তঃসত্ত্বা হন, তাহলে একজন চিকিৎসকের মাধ্যমে পেটে থাকা অনাগত সন্তানকে জিজ্ঞেস করা উচিত, সে আসলে এখানে আসতে চায় কি না।’
নিউইয়র্ক পোস্ট–এর খবরে বলা হয়, ‘এ কারণে আমি আমার মা-বাবার বিরুদ্ধে মামলা করেছি। আপনি জানেন, তাঁরা আমার জন্মে অবদান রেখেছেন, মা আমাকে বড় করেছেন। কিন্তু আমি এখানে আসতে চাই কি না, এমন কোনো সম্মতি তাঁদের দিইনি। আমি জানতাম না, আমাকে বড় হতে হবে, নিজের খরচ চালানোর জন্য চাকরি করতে হবে।’
ভিডিওতে ওই নারী আরও বলেন, ‘আমি যদি তাঁদের বিরুদ্ধে মামলা না করতাম, তাহলে তাঁরাই আমার বিরুদ্ধে করতেন। কারণ, আমার জীবনের মিশন হলো শিশুদের শেখানো যে, মা-বাবার বিরুদ্ধে মামলা করতে হবে। তাহলে তাঁদের কাজ করতে হবে না।’
যাঁরা থিয়াজের অ্যাকাউন্টটি যে ব্যঙ্গাত্মক, সেটা জানতেন না, তাঁদের অনেকেই ভিডিও দেখে বিভ্রান্ত হয়েছেন। একজন লিখেছেন, ‘এটি কি সত্যি?’ আরেকজন লিখেছেন, ‘আপনার সাহায্য (চিকিৎসা) প্রয়োজন।’ আবার কেউ লিখেছেন, ‘দয়া করে বলেন, আপনি মজা করছেন।’
আরেকজন লিখেছেন, ‘আমি চাই, আমার সন্তানেরা আমার বিরুদ্ধে মামলা করুক। তাহলে আমিও তাদের বিরুদ্ধে মামলা করব। এত বছর ধরে তাদের বিরুদ্ধে যত অর্থ খরচ করেছি, সেগুলো ফেরত চাইব।’
এনডিটিভি
তাসমিম