ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভারতে বিলবোর্ড ধসে প্রাণ হারালেন ১৪ জন, আহত ৬০

প্রকাশিত: ১২:০০, ১৪ মে ২০২৪

ভারতে বিলবোর্ড ধসে প্রাণ হারালেন ১৪ জন, আহত ৬০

বিলবোর্ড ভেঙে এভাবেই চাপা পড়ে মানুষ। 

ভারতের মুম্বাই শহরে একটি বিশাল বিলবোর্ড ধসে পড়ার ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন অন্তত ৬০ জন।  

সোমবার (১৪ মে) বিকেলে হঠাৎ আকাশ কালো করে ঝড় ওঠে মুম্বইয়ে। কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের ধাক্কায় ঘাটকোপর এলাকায় উপড়ে যায় বিজ্ঞাপনের বিশালাকার ধাতব বোর্ডটি। আর ভেঙে পড়া সেই বিলবোর্ডের নীচে চাপা পড়ে অসংখ্য মানুষ।

পুলিশের জানিয়েছে, ৭০ মিটার দীর্ঘ এবং ৫০ মিটার প্রশস্থ একটি বিলবোর্ড বেশ কিছু বাড়ি এবং একটি পেট্রোল স্টেশনের ওপর পড়েছে। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চলমান রয়েছে। এখনও প্রায় ২০ থেকে ৩০ জন সেখানে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ভিডিওতে দেখা যায়, বিজ্ঞাপনী বোর্ডটি ভেঙে পড়ছে একটি পেট্রল পাম্পের উপর। যার আঘাতে দুমড়ে গিয়ে নীচে নেমে আসে পেট্রল পাম্পের ছাদ। চাপা পড়ে পেট্রল পাম্পে দাঁড়িয়ে থাকা কিছু গাড়িও। বিলবোর্ডের ধাতব কাঠামো বহু গাড়ির ছাদ ফুঁড়ে ঢুকে যায়।

দুর্ঘটনার পর পরই জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে উদ্ধারকর্মীরা নিহত এক ব্যক্তিকে ধসে পড়া বিলবোর্ডের নিচ থেকে টেনে তুলছেন।

এদিকে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা নেতা একনাথ শিন্ডে নিহতদের ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন। একইসঙ্গে মুম্বাই শহরের বিলবোর্ডগুলি নিয়ম মেনে লাগানো হচ্ছে কি না, তার তদন্ত করারও নির্দেশ দিয়েছেন তিনি। ঝড়ের সময় শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটগুলো সাময়িকভাবে স্থগিত করা হছে এবং অন্তত ১৫টি প্লেন ভিন্ন পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয়দের তরফে জানা যায়, ঝড়বৃষ্টির হাত থেকে বাঁচতে অনেকেই আশ্রয় নিয়েছিলেন পেট্রল পাম্পে। কেউ কেউ এসেছিলেন তেল ভরাতেও। আর সেই সময়েই ঘটে যায় দুর্ঘটনা। 

মহারাষ্ট্রের পন্থনগরের বাসিন্দা বালাজি শিন্ডেও বিলবোর্ডের নীচে চাপা পড়েছিলেন। তবে কোনো ক্রমে প্রাণে বেঁচে যান তিনি। প্রায় দু’ঘণ্টা ধরে বিলবোর্ডের নীচে আটকে থাকার পর তাকে উদ্ধার করেন বিপর্যয় মোকাবিলায় আসা দলের সদস্যেরা। তার স্ত্রী রমা বলেন, ‘সন্ধ্যায় একটি পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার সময় তেল ভরার জন্য আমরা গাড়ি নিয়ে পেট্রল পাম্পটায় ঢুকি। তার পরেই এই দুর্ঘটনা।’

আরও পড়ুন : আল-কায়েদার সঙ্গে জড়িত দুই বাংলাদেশি গ্রেপ্তার

গোবান্দির বাসিন্দা স্বপ্নিল খুপত বলেন, ‘ঝড়বৃষ্টি থেকে বাঁচতে দৌড়ে পেট্রল পাম্পে ঢুকলাম। তার পরেই বিশাল আকারের বিলবোর্ডটা ভেঙে পড়ল। নিজে বেঁচে গিয়েছি। তবে কত লোককে যে চোখের সামনে চাপা পড়তে দেখলাম!’

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×