ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সুখবর, এক ভিসায় ভ্রমণ করা যাবে ছয় দেশ

প্রকাশিত: ১১:১৭, ১৪ মে ২০২৪

সুখবর, এক ভিসায় ভ্রমণ করা যাবে ছয় দেশ

ট্যুরিস্ট ভিসা

জিসিসি গ্র্যান্ড ট্যুর ভিসা এ বছরের শেষের দিকে চালু হবে। পর্যটকদের জন্য বড় ধরনের সুখবর দিলো গালফ কোঅপারেশন কাউন্সিলের-র সদস্যরা। এখন থেকে একটি ট্যুরিস্ট ভিসাতেই উপসাগরীয় ছয়টি দেশ ঘুরে আসতে পারবেন পর্যটকরা। যার ফলে পর্যটকরা বাইরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো অনায়াসে ঘুরে বেড়াতে পারবেন।

কর্মকর্তারা জানিয়েছেন, জিসিসি গ্র্যান্ড ট্যুর ভিসা এ বছরের শেষের দিকে চালু হবে। ভিসাটি হবে শেনজেন ভিসার মতো। 

আরও পড়ুন : সৌদি পৌঁছেছেন ১৫৫১৫ হজযাত্রী

শেনজেন ভিসা যেমন ওই অঞ্চলের পর্যটন খাতকে সাহায্য করেছিল তেমনি গ্র্যান্ড ট্যুর ভিসাও উপসাগরীয় অঞ্চলের পর্যটন বিকাশে সহায়তা করবে। এছাড়া জিসিসির ছয়টি দেশের মধ্যে যাতায়াত আরও সহজ করতে অবদান রাখবে। 

নতুন এই উদ্যোগের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে মধ্যপ্রাচ্যের এই ছয় দেশে পর্যটক সংখ্যা ১২ কোটিতে উন্নীত করতে চায় জিসিসি। অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেট-এর আওতাভুক্ত নতুন এই ভিসায় এই ছয় দেশে ৩০ দিনের বেশি অবস্থান করা যাবে। 

ভ্রমণ ও পর্যটন শিল্পের ব্যবসায়ীরা বলছেন,প্যাকেজগুলির মধ্যে তিনটি দেশে দুই রাত্রি যাপনের জন্য দর্শনার্থীদের খরচ হতে পারে ৪ থেকে ৫ হাজার দিরহাম। 

প্রাথমিকভাবে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে এই প্যাকেজ চালু করা হবে। পরবর্তীতে অন্যান্য দেশেও পাওয়া যাবে প্যাকেজগুলি। অফারের কারণে প্রায় ২৫ শতাংশ পর্যন্ত সাশ্রয়ী হবে ভ্রমণ।

সূত্র: গালফ নিউজ 

তাসমিম

সম্পর্কিত বিষয়:

×