ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাফায় ইসরায়েলের হামলা, নিহত ২১

প্রকাশিত: ১৩:০৮, ১২ মে ২০২৪

রাফায় ইসরায়েলের হামলা, নিহত ২১

ইসরায়েল রাফায় আরও বড় ধরনের অভিযানের ইঙ্গিত দিয়েছে।

ইসরায়েল গতকাল শনিবার রাফাসহ গাজার বিভিন্ন অংশে হামলা চালিয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২১ জন মারা গেছেন।

ইতিমধ্যে রাফার আরও এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এর মধ্য দিয়ে ইসরায়েল রাফায় আরও বড় ধরনের অভিযানের ইঙ্গিত দিয়েছে।

জাতিসংঘ সতর্ক করে বলেছে, জনাকীর্ণ রাফা শহরে সরাসরি হামলার ক্ষেত্রে মহাবিপর্যয়ের ঝুঁকি আছে।

আরও পড়ুন : জিম্মিদের মুক্তি দিলে আগামীকালই যুদ্ধবিরতি সম্ভব: বাইডেন

এএফপির সাংবাদিক, চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীরা উপকূলীয় অঞ্চলটি জুড়ে ইসরায়েলি হামলার কথা জানিয়েছেন।

জাতিসংঘ বলেছে, আন্তর্জাতিক আপত্তি উপেক্ষা করে গত সপ্তাহে ইসরায়েলি সেনারা পূর্ব রাফায় প্রবেশ করেন। এ ঘটনার পর গাজায় মানবিক ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে যায়।

গত মঙ্গলবার ইসরায়েলি বাহিনী মিসর সীমান্তবর্তী রাফা ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশ নিয়ন্ত্রণে নেয়। তারা গুরুত্বপূর্ণ একটি ক্রসিং বন্ধ করে দেয়। আরেকটি ক্রসিং দিয়ে যান চলাচল স্থগিত করে দেয়।

গাজার একটি হাসপাতালের বিবৃতিতে বলা হয়, উপত্যকার মধ্যাঞ্চলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মরদেহ গাজার দেইর আল-বালাহ শহরের আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা রাফায় প্রচণ্ড বিমান হামলার কথা জানিয়েছেন। এএফপির ছবিতে শহরটির আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে।

এ ছাড়া উত্তর গাজায় হামলা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গতকাল দেশটির সেনারা ক্রসিংয়ে সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে লড়াই করছিলেন। তাঁরা এলাকাটিতে অনেক ভূগর্ভস্থ টানেল খুঁজে পেয়েছেন।

এএফপি

তাসমিম

সম্পর্কিত বিষয়:

×