ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

টরন্টোতে মে দিবস পালিত

প্রকাশিত: ১১:৫৯, ৬ মে ২০২৪

টরন্টোতে মে দিবস পালিত

‘মে দিবস’ পালিত হয়েছে টরন্টোতে

জয় হোক মেহনতি মানুষের, এই স্লোগানকে ধারণ করে ‘মে দিবস’ পালিত হয়েছে টরন্টোতে। ৫ মে ডেনফোর্থের হোপ ইউনাইটেড চার্চে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) মে দিবস পালন করে। এই আয়োজনের প্রথম পর্বে ছিল আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। 

সংগঠনের সভাপতি আজফর সৈয়দ ফেরদৌস অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। পিডিআই কানাডার সাধারণ সম্পাদক মনির জামান রাজু অনুষ্ঠানের প্রথম পর্ব, আলোচনা সভা পরিচালনা করেন।

আরও পড়ুন : ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৭৮

প্রথম পর্বে বক্তব্য রাখেন কানাডা পোস্টের ইউনিয়ন কর্মী শাহীন হাসান, চট্টগ্রাম স্টিল মিলের সাবেক শ্রমিক নেতা রোমান চৌধুরী, কমিউনিস্ট পার্টি অব কানাডার কেন্দ্রীয় কমিটির সদস্য হেলেন কেনেডি, ইরানী বামপন্থী নেতা রেজা বেহরাভেন, আফগানিস্তানের বাম আন্দোলনের নেতা রহমত।

১৮৮৬ সালে শিকাগোর হে মার্কেটে সংঘটিত শ্রমিক আন্দোলনের শিক্ষা এবং বর্তমানে শ্রমিক শ্রেণির অবস্থার ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন কানাডা শিক্ষক ইউনিয়নের নেতা টিটো খন্দকার। 

অন্যান্য বক্তারা বলেন, ১৮৮৬ সালের শিকাগো শহরের শ্রমিক আন্দোলনের স্মরণে সারা বিশ্বের শ্রমিকশ্রেণি এই দিনটিকে শ্রমিকদের বিজয়ের দিন, অধিকার আদায়ের দিন হিসেবে পালন করে আসছে। এই আন্দোলন আমেরিকাতে হলেও আমেরিকা এবং কানাডা এই দিনটিকে স্বীকৃতি দেয় না। উপযুক্ত মজুরি, কর্ম পরিবেশ, জীবন যাত্রার মান ইত্যাদিসহ নানা দাবি দাওয়া নিয়ে সারা বিশ্বে এখনও শ্রমিক শ্রেণি লড়াই করে যাচ্ছে। 

আয়োজনের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন পিডিআই  কানাডার সহ-সাধারণ সম্পাদক আরিফ মোর্শেদ। এই পর্বে আবৃত্তি করেন কামরান করিম, রওশান জাহান উর্মি এবং শেখর গোমেজ। নৃত্য পরিবেশনা করেন অরুনা হায়দার। একক সঙ্গীত পরিবেশন করেন ফারজানা আজিম শিউলী, আসিফ চৌধুরী । বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদের শিল্পীবৃন্দ সব শেষে দলীয় গণসংগীত পরিবেশন করেন।

এবি 

সম্পর্কিত বিষয়:

×