ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মালয়েশিয়ায় দুই হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত

প্রকাশিত: ১১:০৯, ২৩ এপ্রিল ২০২৪

মালয়েশিয়ায় দুই হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত

মালয়েশিয়ান নেভির একটি অনুষ্ঠানের মহড়ার সময় মাঝ-আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মালয়েশিয়ায় নৌবাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। রয়্যাল মালয়েশিয়ান নেভির একটি অনুষ্ঠানের মহড়ার সময় মাঝ-আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

মালয়েশিয়ার লুমুত শহরে ওই দুর্ঘটনা ঘটেছে। সেখানে নৌবাহিনীর ঘাঁটি রয়েছে। হোম এম৫০৩-৩ নামের হেলিকপ্টারে সাতজন আরোহী ছিল। ধারণা করা হচ্ছে, এটি বিধ্বস্ত হয়ে সড়কে একটি চলমান ট্রাকের ওপর পড়েছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু

এছাড়া ফেনেক এম৫০২-৬ হেলিকপ্টারে তিনজন আরোহী ছিল। ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর একটি সুইমিংপুলের কাছে গিয়ে পড়েছে।

দেশটির দমকল এবং উদ্ধারকারী বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় ৯টা ৫০ মিনিটে তারা ওই দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন।


 

তাসমিম

সম্পর্কিত বিষয়:

×