আকবর হোসেন।
কুয়েতে সড়ক দুর্ঘটনায় আকবর হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর গ্রামের আদর্শপাড়া হাদির গো বাড়ি।
শুক্রবার (২১ এপ্রিল) রাতে কুয়েতের রাবিয়ার পাশে ইশারা আল কাসেমিতে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কা লেগে এই দুর্ঘটনায় ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
নিহত আকবর হোসেনের নিকটাত্মীয় কুয়েত প্রবাসী সাখাওয়াত হোসাইন বলেন, ‘বেশ কিছুদিন ধরে তিনি মানসিক চাপের মধ্যে ছিলেন। শুক্রবার রাতে নিজ বাসার সামনে রাস্তা পারাপার করতে গেলে দুর্ঘটনার শিকার হন।’
আকবর হোসেন বাংলাদেশ কমিউনিটিতে পরিচিত মুখ ছিলেন। তার মৃত্যুতে কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। বর্তমানে মরদেহ মর্গে রাখা হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে তার মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।
এম হাসান