![ওমানে প্রবাসীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ওমানে প্রবাসীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত](https://www.dailyjanakantha.com/media/imgAll/2023May/ওমান51-2404121315.jpg)
পুনর্মিলনীতে সপরিবারে অংশগ্রহণ করেন সবাই।
ঈদের আনন্দ ভাগাভাগি করার উদ্দেশে ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হকের আলখয়েরের বাসভবনে বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের রাতে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এতে ক্লাবের কার্যকরী পরিষদের সদস্যরা, সোশ্যাল ক্লাবের বিভিন্ন উইংসের কর্মকর্তারা, কমিউনিটির বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা এবং নেতারা, ব্যবসায়ী, পেশাজীবী সুশীল সমাজ ও সর্বস্তরের কমিউনিটির সদস্যরা ঈদ পুনর্মিলনীতে সপরিবারে অংশগ্রহণ করেন।
বহুদিন পর সবাই একত্রিত হওয়ায় সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশের। সবাইকে দেখা যায় বেশ খোশমেজাজে। হই-হুল্লোড়, গল্প, আড্ডা ছাড়াও কমিউনিটির অনেক সমস্যা তুলে ধরে এর সমাধানের রাস্তা খুঁজে বের করতে সবাই ঐকমত্য প্রকাশ করেন। মধ্যরাত পর্যন্ত খোশগল্প ও হাসি ঠাট্টায় ঈদের আনন্দের মাত্রা বেড়ে যায় বহুগুণ। সবার প্রত্যাশা আগামীতে এই ধারাবাহিকতা বজায় রেখে পরিসর আরও বৃদ্ধি পাবে, সেই সঙ্গে সবাই আয়োজককে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এম হাসান