ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ২

প্রকাশিত: ১২:০১, ৬ মার্চ ২০২৪; আপডেট: ১২:০২, ৬ মার্চ ২০২৪

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ২

বিমানের সংঘর্ষ। ছবি: ইন্টারনেট থেকে

কেনিয়ার রাজধানী নাইরোবিতে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। কেনিয়ার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় বিমান সংস্থা সাফারিলিংকের একটি প্লেন এবং ৯৯ ফ্লাইং ট্রেনিং স্কুলের একটি প্লেনের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৫ মার্চ)পুলিশ জানিয়েছে, প্লেনে পাইলট হিসেবে প্রশিক্ষণে থাকা এক শিক্ষার্থী এবং তার প্রশিক্ষক মারা গেছেন। তারা অনুশীলনের সময় একটি যাত্রীবাহী প্লেনের সঙ্গে তাদের প্লেনের সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন : ২১৭ বার করোনা টিকা নিয়েছেন যিনি

নাইরোবির পুলিশ সদস্য অ্যাডামসন বুঙ্গেই এএফপিকে এক টেক্সট বার্তার মাধ্যমে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওই দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এর আগে এক প্রতিবেদনে জানানো হয়, সংঘর্ষের পর যাত্রীবাহী প্লেনটি অবতরণের জন্য ফিরে যাওয়ার অনুরোধ জানায়।

এসআর

সম্পর্কিত বিষয়:

×