ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

মরুর বুকে একখণ্ড বাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

মরুর বুকে একখণ্ড বাংলাদেশ

মিলন মেলা। ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দুই দিনব্যাপী বনভোজন ও পিঠা মেলার আয়োজন করেছে বাংলাদেশ কমিউনিটি কুয়েত। কুয়েত সিটি থেকে দূরে কোলাহল মুক্ত প্রাকৃতিক পরিবেশ সেবদি এলাকায় গেল বৃহস্পতিবার প্রবাসী বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এছড়া শুক্রবার পিঠা মেলার আয়োজন করা হয়।

পিঠা মেলার প্রবাসী বাংলাদেশি পরিবার নিজেদের হাতে তৈরি ভাপা পিঠা, চিতল পিঠা, পাটি সাপটা, তেলের পিঠা, ফুয়া, চমচম, সন্দেশ, কেকসহ হরেক রকমের পসরা সাজিয়ে বসেন। এ সময় বসন্তের সাজে সাজেন নারীরা। মরুর বুকে পরিণত হয় একখণ্ড বাংলাদেশ। এতে কুয়েতের বিভিন্ন অঞ্চল হতে বাংলাদেশের বিভিন্ন জেলার প্রবাসী বাংলাদেশিরা মিলিত হয় একমঞ্চে।

বাংলাদেশ কমিউনিটির আহ্বায়ক মুরাদুল হক চৌধুরী মুরাদের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুজ্জামান টিটোর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আব্দুল হাই মামুন। এছাড়া আরও উপস্থিত ছিলেন আব্দুল মুহিত নাজমুল, উপদেষ্টা শাহ নেওয়াজ নজরুল, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ বেলাল হোসেন, সমন্বয়ক প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সামসুল হক, মোহাম্মদ কামাল হোসেন, বিলাল উদ্দিনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নেতাসহ বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা।

এসআর

×