ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৫৯ জন

প্রকাশিত: ২০:৩৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৫৯ জন

আটক প্রবাসীরা। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সেরেম্বান শহরে তিন ঘণ্টার অভিযান চালিয়ে ৫৯ নথিবিহীন অভিবাসীকে আটক করেছে।

দেশটির নেগ্রি সেম্বিলান ইমিগ্রেশন ডিরেক্টর কেনিথ তান আই কিয়াং বলেছেন, রবিবার (১৮ ফেব্রুয়ারি) সেরেম্বান সিটি কাউন্সিলের পুলিশ ও কর্মীদের সহযোগিতায় পরিচালিত অভিযানে মোট ৯৬১ জন বিদেশির বৈধ পাস যাচাই করা করা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, আটকদের বৈধ কাগজপত্র ছিল না। এমন কী কেউ কেউ ভিজিট পাসের শর্তের অপব্যবহার করে এবং অতিরিক্ত সময় অবস্থান করছিল।

তিনি বলেন, আটকদের মধ্যে মিয়ানমারের (২১), বাংলাদেশি (২০), নেপালি (৯), পাকিস্তানি (৪), ভারতীয় (২) এবং ইন্দোনেশিয়া, চীন ও উগান্ডার একজন করে রয়েছেন। আটকদের বয়স ছিল ১৬ থেকে ৪৮ বছরের মধ্যে।

ইমিগ্রেশন ডিরেক্টর কেনিথ বলেন, সব অভিবাসী কর্মীদের বৈধ কাগজপত্র যাচাইয়ের জন্য ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ পাসপোর্ট আইন ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৫৯-এর বিধান নিশ্চিত করতে ইমিগ্রেশন প্রতিদিনের কার্যক্রম চালিয়ে যাবে।

আটকদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য লেংগেং-এর ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হবে।

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×