ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নিউইয়র্কে মানসিক স্বাস্থ্য নিয়ে ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের কর্মশালা

প্রকাশিত: ১১:৩২, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

নিউইয়র্কে মানসিক স্বাস্থ্য নিয়ে ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের কর্মশালা

মানসিক স্বাস্থ্য নিয়ে ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের কর্মশালা

নিউইয়র্কে ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের মানসিক স্বাস্থ্য নিয়ে চতুর্থ কর্মশালা শুরু হয় গত মঙ্গলবার। খারাপ আবহাওয়াতেও নারী পুরুষের ছিল প্রায় শতভাগ উপস্থিতি। নিউইয়র্ক হেলথ ডিপার্টমেন্টের কমিউনিটি ট্রেনিং স্পেশালিস্ট ম্যাথিউ মিত্র সেমিনারে মানসিক স্বাস্থ্য নিয়ে বিস্তারিত কথা বলেন। 

মানুষ মাত্রই তো মানসিক সমস্যায় ব্যতিগ্রস্ত। কিন্তু সেই সমস্যা থেকে নিজেকে কিভাবে ওভারকাম করা যায়, কি কি পন্থা অবলম্বন করলে সুস্থ থাকা যায় তা নিয়ে দীর্ঘ আলোচনা করা হয় এই সেমিনারে।

আরও পড়ুন : যে একটি দেশের ভিসা পেলে যাওয়া যাবে আরবের ৬ দেশে

সেমিনারের আয়োজক ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট ইঞ্জি. আব্দুস সোবহান বলেন, আমরা অত্যন্ত সফলতার সাথে ইংরেজি ও কম্পিউটার কোর্সের পর মানসিক স্বাস্থ্য নিয়ে কর্মশালা পরিচালনা করলাম। কারণ শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও যে প্রয়োজন তা আমরা অনেকসময় উপলব্ধি করতে পারিনা। আজকের সেমিনারে তা স্পষ্ট যে আমরা অনেক সময় এসব নিয়ে কথা বলতেও দ্বিধাবোধ করি। আমরা চাই এখানে অনেক মানুষ এলেও কিছু মানুষেরও যদি এই সেমিনারে এসে তাদের সামাজিক চিন্তা চেতনার পরিবর্তন হয় জীবনে, তাতেই আমাদের স্বার্থকতা।


সেমিনারের গেস্ট স্পিকার ছিলেন ক্রিকলিন এ এসকন্দো (প্রজেক্ট ডিরেক্টর, নিউইয়র্ক ডিপার্ট্মেন্ট অব হেলথ অ্যান্ড মেন্টাল হাইজিন)। তিনি ফাউন্ডেশনের এমন সেবামূলক কাজের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ সফলতা কামনা করেন। আরো ছিলেন স্পেশাল গেস্ট মোহাম্মাদ এ সিদ্দিক (সিইও অফ শেফার্ড হোম কেয়ার)। তিনি তার বক্তৃতায় মানসিক স্বাস্থ্য নিয়ে চমৎকার কথা বলেন। সেমিনারে অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে এই মানসিক স্বাস্থ্যের কর্মশালা শেষ হয়।

এবি 

×