এক ভিসায় আরবের ৬ দেশে যাওয়ার সুযোগ
পর্যটন শিল্পের বিকাশে অভিন্ন ভিসা ব্যবস্থা চালু করেছে আরবের ৬ দেশ। একটি ভিসা দিয়েই জিসিসিভুক্ত সদস্য দেশে ভ্রমণ করা সম্ভব হবে। এই সুবিধা দেশগুলোর নাগরিককে ভ্রমণসহ নানা ধরনের বাণিজ্যিক সুবিধাও নিশ্চিত করবে। খবর টাইমস অব ইন্ডিয়া
জিসিসিভুক্ত দেশগুলো হচ্ছে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। গত বছরের নভেম্বরে ওমানে অনুষ্ঠিত এক বৈঠকে এই ভিসা সুবিধা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
জিসিসিভুক্ত দেশগুলোর পাশাপাশি ভারতের সঙ্গেও উপসাগরীয় দেশগুলোর পর্যটন সম্পর্ক উন্নত হবে। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের অভিবাসীদের ৬৬ শতাংশই জিসিসিভুক্ত দেশগুলোতে রয়েছেন। সংখ্যা বিবেচনায় যা প্রায় ৮৮ লাখ। এ জন্যই ভারতীয়দের জন্য দারুণ একটি সুযোগ তৈরি করে দেবে।
বারাত