
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ
বিশ্ব ভালোবাসা দিবসে বান্ধবী জোডি হেডনের সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসে ক্যানবেরায় সরকারি বাসভবন লজে বিশেষভাবে নকশা করা একটি আংটি দিয়ে জোডিকে প্রস্তাব দেন অ্যালবানিজ। ২০২০ সালে মেলবোর্নে ব্যবসায়িক এক নৈশভোজে অ্যালবানিজ (৬০) ও জোডির (৪৫) প্রথম সাক্ষাৎ হয়। বিবিসির খবরে বলা হয়েছে, অ্যালবানিজই প্রথম নেতা যিনি দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরে থাকাকালে বাগদান করেছেন।
জোডির সঙ্গে তোলা একটি সেলফি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন অ্যালবানিজ। ছবির ক্যাপশনে তিনি লেখেন তিনি (জোডি) হ্যাঁ বলেছে। বাগদানের ঘোষণার পর এ জুটিকে অনেকে অভিনন্দন জানিয়েছেন। তাদের মধ্যে আছেন দেশটির পার্লামেন্টের বিভিন্ন সদস্য, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন, জনপ্রিয় টিভি শেফ নাইজেলা লসন।
এস