শিক্ষক। ছবি: ইন্টারনেট
প্রতিদিনই মদ খেয়ে স্কুলে আসেন শিক্ষক। এরপর ক্লাসে এসে চেয়ারে বসে ঝিমাতে থাকেন। এক পর্যায়ে বিরক্ত হয়ে শিক্ষকের এই ঝিমানো অবস্থার ভিডিও করে সামাজিকমাধ্যমে আপলোড করে দেয় শিক্ষার্থীরা। সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।
সেই ভিডিওটি ভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরের জামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোস্ট করা বলে জানা গেছে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মদ খেয়ে এসে স্কুলে ঝিমানো ওই শিক্ষকের নাম রাজেন্দ্র নেতাম।
শিক্ষার্থীসহ অভিভাবকদের অভিযোগে, যোগদানের পর থেকে এমন কোনো দিন নেই যে, শিক্ষক রাজেন্দ্র মদ্যপান করে স্কুলে যাননি।
অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে তাকে মদ্যপান ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।
Teacher reaches school drunk, students record video in MP's Jabalpur district https://t.co/28nXaKWaKs pic.twitter.com/vUitF3tntD
— The Times Of India (@timesofindia) February 4, 2024
এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। আর কোনো উপায় না পেয়ে শিক্ষার্থীরা পরিকল্পনা নেয়, তারা সেই শিক্ষকের ভিডিও করে নেটমাধ্যমে ছেড়ে দেবে।
একদিন রাজেন্দ্র মদ খেয়ে টলতে টলতে এসে স্কুলের সিঁড়িতে বসে পড়েছিলেন। সেই সুযোগে শিক্ষার্থীরা মোবাইলে সেই দৃশ্য ভিডিও রেকর্ড করে ফেসবুকে আপলোড করে দেয়।
ভিডিও ভাইরালের পর এবার নড়েচড়ে বসেছেন শিক্ষা দপ্তরের কর্মকর্তারা।
এসআর