ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নিউইয়র্কে ধর্ষণের নতুন আইনে স্বাক্ষর, সেপ্টেম্বর থেকে কার্যকর

প্রকাশিত: ১৮:১৯, ১ ফেব্রুয়ারি ২০২৪

নিউইয়র্কে ধর্ষণের নতুন আইনে স্বাক্ষর, সেপ্টেম্বর থেকে কার্যকর

ধর্ষণ। প্রতীকী ছবি।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল মঙ্গলবার (৩০ জানুয়ারি) একটি নতুন আইন স্বাক্ষর করেছেন, যার মধ্য দিয়ে এই রাজ্যে 'ধর্ষণ' নতুন ভাবে সংজ্ঞায়িত করা হলো। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই আইন কার্যকর হবে নিউইয়র্কে।

গভর্নর বলেন, স্টেটের নতুন আইনে ধর্ষণকে আরও শ্রেণিভুক্ত করা হয়েছে এবং যৌন অপব্যবহারের বিশেষ কিছু ধরনও ধর্ষণের আওতাভুক্ত করা হয়েছে।

হোকুল বলেন, আইনে বেশ কিছু অস্পষ্ট দিক ছিল এবং অপরাধীরা তার সুযোগ নিতো, যা এখন আর সম্ভব হবে না। আইনের ভাষাকেই আমরা আজ সুনির্দিষ্ট করতে পারলাম। যাতে ভুক্তভোগীরা এ ধরনের অন্যায়ের শিকার হলে সঠিক বিচার পেতে পারেন।

স্টেট সেনেটর ব্র্যাড হইলম্যান-সিগাল বলেন, আমাদের আইন এমন হতে পারে না, যাতে নিউইয়র্কাররা যে বাস্তব সংকটের মধ্য দিয়ে যান, তার প্রতিকার পেতে ব্যর্থ হন।

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×