ইতালি
ইতালির ভিসা নিয়ে গুজব ছড়াচ্ছে একটি চক্র। একে অপপ্রচার জানিয়ে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেছেন, স্পন্সর ভিসায় আবেদনকারীদের শঙ্কার কোনো কারণ নেই।
বাংলাদেশসহ পাঁচটি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রদানে কঠোর অবস্থান নিয়েছে ইতালি, এমন গুজব ছড়াচ্ছে অপপ্রচারকারীরা।
সম্প্রতি ইতালির পররাষ্ট্রমন্ত্রী দেশটির জাতীয় সংসদে বলেন, অভিবাসীদের মধ্যে অপরাধী অনুপ্রবেশের ঝুঁকি রয়েছে। মানবপাচার রোধে আফ্রিকা ও এশিয়ার কয়েকটি দেশের দূতাবাসকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছি।
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, বাংলাদেশিদের ভিসা নিয়ে কোনো জটিলতা নেই। গুজবে কান না দেয়ার আহ্বান জানান তিনি।
ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের ইতালির ভিসা সেন্টার ভিএফএস সম্পর্কে ছড়ানো তথ্যের কোনো ভিত্তি নেই।
২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে স্পন্সর ভিসায় ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নেবে ইতালি। এর মধ্যে চলতি বছর ১ লাখ ৫১ হাজার শ্রমিক আসার সুযোগ পাবের। ২০২৩ সালে এক লাখ ছত্রিশ হাজার শ্রমিকের বিপরীতে ৭ লাখের বেশি আবেদন জমা পড়েছিল। তবে এখনও ভিসার অনুমতিপত্র বের হয়নি।
এবি