ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ব্রাজিল

প্রকাশিত: ১৯:০৪, ২১ জানুয়ারি ২০২৪

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ব্রাজিল

ভূমিকম্পে কেঁপে উঠল ব্রাজিল

একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে ব্রাজিলের ক্রুজেইরো দো সুলের কাছে। স্থানীয় সময় শনিবার পশ্চিমাঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহত খবর পাওয়া যায়নি।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৬। আবহাওয়া, জলবায়ু ও ভূ-তত্ববিষয়ক সংস্থা ভোলকেনো ডিসকভারি বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ৫৯২ কিলোমিটার (৩৬৮ মাইল) গভীরতায় ছিল।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ভূমিকম্প ভূপৃষ্ঠের নিচে আপেক্ষিক গভীরতার কারণে ভূমিকম্পের শক্তি কম হয়েছে। এ ঘটনায় ভূমিকম্পের কেন্দ্র থেকে ১২২ কিলোমিটার দূরে অবস্থিত তারাউয়াকা, ১৩২ কিলোমিটার দুরের এনভিরা ও ১৪৫ দুরের শহর ক্রুজেইরো দো সুলে কম্পন অনুভূত হয়েছে।

 

এবি

সম্পর্কিত বিষয়:

×