ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মস্কোগামী উড়োজাহাজ আফগানিস্তানে নিখোঁজ

প্রকাশিত: ১৬:২৩, ২১ জানুয়ারি ২০২৪

মস্কোগামী উড়োজাহাজ আফগানিস্তানে নিখোঁজ

বিমান। ছবি: সংগৃহীত

আফগানিস্তানে শনিবার রাতে একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ। রবিবার তারা জানিয়েছে, উড়োজাহাজটিতে ছয়জন আরোহী থাকতে পারেন।

আফগানিস্তানের স্থানীয় পুলিশ বলছে, শনিবার রাতে তারা একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছে।

এক বিবৃতিতে রাশিয়ার এভিয়েশন কর্তৃপক্ষ বলছে, উড়োজাহাজ চার্টার অ্যাম্বুলেন্সের ফ্লাইট ছিল। এটি ভারত থেকে উজবেকিস্তান হয়ে মস্কোর দিকে যাচ্ছিল।

আফগানিস্তানের বাদাখশান প্রদেশের তথ্য বিভাগের প্রধান জাবিউল্লাহ আমিরি এএফপিকে জানান, উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। তবে কোথায় এটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। আমাদের এখান থেকে একটি দলকে পাঠিয়েছি। তারা এখনো সেখানে পৌঁছায়নি।

জাবিউল্লাহ আরও বলেন, সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে তাঁরা উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছেন।

বাদাখশান প্রদেশে হিন্দুকুশ পর্বতমালার অবস্থান। আফগানিস্তানের সর্বোচ্চ পর্বত মাউন্ট নোশাকের অবস্থানও সেখানে। নোশাক পর্বতটি ২৪ হাজার ৫৮০ ফুট উঁচু।

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×