ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী
আনন্দ-উল্লাস ও কেক কাটার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার রাতে হেমট্টামিক সিটির স্থানীয় একটি রেষ্টুরেন্টে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীউপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিশিগানে ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি খাজা আফজাল হোসেন। এছাড়াও অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন যুগ্ম আহবায়ক রেজাউল হাসান, আরিফ আরমান জিসান ও মো: মিনহাজ
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশিগান স্টেট আওয়ামীলীগের সহ সভাপতি সালেহ আহমদ বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সেবুল আহমদ, বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্রস্থ সভাপতি ড.রাব্বী আলম, মিশিগান স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ সালেক আহমদ, স্টেট যুবলীগের সিনিয়র সভাপতি মুমিন হোসাইন,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভান।
এছাড়াও বক্তব্য রাখেন, যুবলীগ সম্পাদক মন্ডলীর সদস্য আনোয়ার হোসেন, রাজ রহমান, মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্ববায়ক কমিটির এন,এফ আবদুল্লাহ, শহিদ শিপু জামান, বর্ষান দে, সাব্বির আহমদ, রনি মিয়া, দেলওয়ার হোসেন প্রমুখ।
আলোচনা সভার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা প্রেমিক হাজার হাজার নারী-পুরুষ ও শিশু এবং ১৫ ই আগষ্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবসহ তার পরিবারের সকল সদস্য ও বিভিন্ন গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। যে সংগঠনের নাম বাদ দিয়ে হবে না বাংলাদেশের ইতিহাস।
তারা আরো বলেন,বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস।পৃথিবীতে বাংলাদেশ ছাত্রলীগের ঐতিহ্যের মতো আর কোন ইতিহাস খুঁজে পাওয়া দুস্কর। পৃথিবীতে এক মাত্র ছাত্র সংগঠন ছাত্রলীগ যার নেতা কর্মীরাই এত জীবন বিষর্জন দিয়েছেন শুধু মাত্র দেশের মানুষের জন্য।
বক্তারা বলেন, এখন সময় হয়েছে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সর্বাত্মক ভাবে ঝাপিয়ে পড়ার।
এবি