.
ব্রিটেনের রানী হতে চান প্রয়াত প্রিন্সেস ডায়ানার পুত্রবধূ মেগান মের্কেল। যদিও ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে পরবাসে আছেন ডায়ানার কনিষ্ঠপুত্র প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মের্কেল। ব্রিটিশ রাজতন্ত্রের অন্দরমহল নিয়ে লেখালেখি করেন টম বোয়ার। তার লেখা ‘র্যাবেল প্রিন্স’ নামে নতুন প্রকাশিত একটি বইয়ে বোয়ার লিখেছেন, পরিবার থেকে দূরে সরে গেলেও ব্রিটেনের রানী হতে চান সাবেক হলিউড অভিনেত্রী মেগান। কয়েক বছর আগে হ্যারিকে নিয়ে যুক্তরাজ্য ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গিয়ে বসবাস শুরু করলেও আবার ব্রিটিশ রাজপরিবারে ফিরে আসতে চান মেগান। বোয়ার তার বইয়ে ডায়ানার বড় ছেলে উইলিয়ামের স্ত্রী ক্যাট মিডলটনের সঙ্গে মেগানের প্রচ্ছন্ন প্রতিদ্বন্দ্বিতারও ইঙ্গিত দিয়েছেন।
এ বিষয়ে তিনি লিখেছেন, ‘মেগান যা চান, তার সবই আছে ক্যাট মিডলটনের। লেখক দাবি করেছেন, ২০১৮ সালে প্রিন্স হ্যারিকে বিয়ে করে রাজপরিবারে পা রাখার পর নিজের খেয়ালখুশি মতো সব করতে চেয়েছিলেন মেগান। কিন্তু রাজকীয় পথের বাইরে সেখানে করার কিছুই নেই। দুই বউয়ের মধ্যে পার্থক্য বোঝাতে বোয়ার লিখেছেন, ‘ক্যাট স্বমহিমায় উজ্জ্বল, ক্যাট সফল, ক্যাট জনপ্রিয়। আর এই সবকিছুই চান মেগান। মেগান রানী হতে চান এবং ভবিষ্যৎ উত্তরাধিকারের প্রশ্নে তিনি পাঁচ নম্বর সিরিয়ালে থাকতে চান না। -নিউইয়র্ক পোস্ট