ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৫

প্রকাশিত: ১৯:০৫, ৪ জানুয়ারি ২০২৪; আপডেট: ১৯:১৬, ৪ জানুয়ারি ২০২৪

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৫

বাংলাদেশিসহ আটক ৫

বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের ছয়টি পাসপোর্টসহ তিন বাংলাদেশি ও দুইজন ইন্দোনেশিয়ান নারীকে আটক করেছে জহুর ইমিগ্রেশন পুলিশ।

এক বিবৃতিতে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে জহুর বারুর তামান আবাদ এলাকায় এক বাংলাদেশি ক্যাশিয়ারের বিরুদ্ধে ইমিগ্রেশন পুলিশের অভিযানের সময় তাদের আটক করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, জহুর অভিবাসন বিভাগের অভিযানে বাংলাদেশি ক্যাশিয়ারকে গ্রেফতারের পর একটি তালাবদ্ধ কক্ষের ড্রয়ারে লুকিয়ে রাখা বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মোট ছয়টি পাসপোর্ট উদ্ধার করা হয়।

পরে, বাংলাদেশি ক্যাশিয়ারকে অভিবাসন আইন লঙ্ঘন করায় দেশটির ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এর ৫৫ই ধারায় আটক করা হয়েছে। অন্য দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে ইস্যুকৃত পাসপোর্টের শর্ত লঙ্ঘনের জন্য ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর বিধি ১৭(বি) এর অধীনে আটক করা হয়েছে।

এছাড়া দুই ইন্দোনেশিয়ান নারীর কাছে পরিচয়পত্র না থাকায় অভিবাসন আইন ১৯৫৯/৬৩ ধারার ৬ (১)(সি) এর অধীনে আটক করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

 

এবি

সম্পর্কিত বিষয়:

×