ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রাহায়ণ ১৪৩১

নৌকা প্রার্থীর খিচুড়ির আয়োজন বন্ধ, জরিমানা ৫ হাজার টাকা

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ০৮:২৯, ৪ জানুয়ারি ২০২৪; আপডেট: ১৪:২৬, ৪ জানুয়ারি ২০২৪

নৌকা প্রার্থীর খিচুড়ির আয়োজন বন্ধ, জরিমানা ৫ হাজার টাকা

খিচুড়ি রান্নার আয়োজন বন্ধ করে দেয় প্রশাসন। ছবি: জনকণ্ঠ

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাফিজ মল্লিকের জনসভা ছিল গারুড়িয়া বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে। জনসভায় আগতদের জন্য নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে খিচুড়ি রান্নার বিষয়ে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের শামসুল আলম চুন্নু। 

তাঁর অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। বিদ্যালয় মাঠে আচরণবিধি লঙ্ঘন করে খিচুড়ি রান্নার আয়োজন বন্ধ করে দেয় প্রশাসন।

নৌকা প্রতীকের জনসভার জন্য নেওয়া হয়েছিল স্কুল মাঠ। বুধবার বিকেল ৪ টায় জনসভার সময় নির্ধারণ হলেও সকাল থেকেই চলছিল খিচুড়ি রান্নার কাজ। প্রায় ১০ টি ড্যাগে স্কুলের মাঠেই রান্নার আয়োজন করা হয়। বিষয়টি জানতে পারেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে এসে দুপুরেই তিনি বন্ধ করে দেন রান্নার কাজ।

ঘটনাটি ঘটে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে।

ওই রাতেই নির্বাচন আচরণবিধি লংঘন করে রাত সাড়ে নয়টার দিকে গারুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জুলফিকার হায়দার নৌকা মার্কার প্রার্থীর জনসভা করে। বিষয়টি জানতে পারেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রিকতা এ সময় নৌকা মার্কার সমর্থক সাবেক চেয়ারম্যান জুলফিকার হায়দারকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ও জনসভা বন্ধের নির্দেশ দেন। 

নৌকা প্রতীকের প্রার্থী আবদুল হাফিজ মল্লিকের মিডিয়া সেলের দায়িত্বে থাকা ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ মুন্না বলেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ওই জনসভার আয়োজন করা হয়েছে। তারা কী কী আয়োজন করেছে সে বিষয়ে আমরা কিছুই জানি না।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বলেন, অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে গিয়ে দুপুরে রান্না করার প্রমাণ পেয়েছি। পরে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। এবং আচরণবিধি লঙ্ঘন করে গভীর রাতে সভা সমাবেশ পরিচালনা ও নির্বাচনী কার্যক্রম করায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করি।

এসআর

×