ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

জাপান এয়ারলাইনসের বিমানে ভয়াবহ আগুন

প্রকাশিত: ১৭:০৩, ২ জানুয়ারি ২০২৪

জাপান এয়ারলাইনসের বিমানে ভয়াবহ আগুন

বিমানে আগুন

জাপানের রাজধানী টোকিওর একটি বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় একটি উড়োজাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয় সময় মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে হানেদা বিমানবন্দরে জাপান এয়ারলাইনসের উড়োজাহাজটি অবতরণের সময় এতে আগুন ধরে যায়। এসময় প্রাণে বাঁচতে জানালা দিয়ে লাফিয়ে পড়েন অনেক যাত্রী। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতের কোনও খবর পাওয়া যায়নি। 

বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়, হোক্কাইডো থেকে যাত্রা করে হানেদা বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে থাকা কোস্টগার্ডের একটি উড়োজাহাজের সঙ্গে জাপান এয়ারলাইনসের ৩৬৭ যাত্রীসহ ফ্লাইটটির সংঘর্ষ হয়। 

রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যমটিতে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়,  রানওয়েতে দাঁড়িয়ে থাকা উড়োজাহাজের সঙ্গে সংঘর্ষের সঙ্গে সঙ্গে জাপান এয়ারলাইনসের ফ্লাইটটিতে আগুন ধরে যায়। এ সময় উড়োজাহাজের ভেতরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং জানালা দিয়ে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসতে দেখা যায়। 

এসময় বিমানবন্দরের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। একাধিক ছবিতে দেখা গেছে, উড়োজাহাজটি পুরোপুরি পুড়ে ধ্বংস হয়ে গেছে। এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রুসহ ৩৭৯ যাত্রীর সবাইকে জরুরি বহির্গমন পথ দিয়ে নিরাপদে সরিয়ে নেয়া গেছে। 

এদিকে, জাপানের সম্প্রচারমাধ্যম টিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, কোস্টগার্ডের উড়োজাহাজে থাকা এক ব্যক্তি পালিয়ে গেছেন। সেখানে থাকা, অন্য পাঁচ জনের পরিচয় পাওয়া যায়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সবাইকে আটক করতে পারলে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। 

এস

সম্পর্কিত বিষয়:

×