রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
ইউক্রেনে ১২২টি ক্ষেপণাস্ত্র ও কয়েক ডজন ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া, শুক্রবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এতে দেশজুড়ে অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ১৮ ঘণ্টা ধরে চলা এই হামলায় অন্তত ১৪৪ জন আহত হয়েছেন এবং হাজারও মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। জানা গেছে, ইউক্রেন জুড়ে ক্ষতিগ্রস্থ ভবনগুলোর মধ্যে একটি প্রসূতি হাসপাতাল, অ্যাপার্টমেন্ট ব্লক এবং স্কুল রয়েছে।
রাজধানী কিয়েভ শহরের রাস্তাগুলো ভেঙে যাওয়া কাচ ও ধাতব ময়লা-আবর্জনায় জর্জরিত। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, সঙ্গে সঙ্গে কয়েক ডজন ড্রোন নিক্ষেপ করে এবং জরুরি পরিসেবার সাইরেনগুলো বাজতে থাকে।
কিয়েভের বাসিন্দা ৭২ বছর বয়সী ক্যাটরিনা ইভানিভনা বলেন, ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর তিনি মাটিতে পড়ে যান।
এবি