ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

মালয়েশিয়ায় ১৭১ বাংলাদেশি আটক, নিন্দা এমটিইউসির

প্রকাশিত: ২১:০৭, ২৮ ডিসেম্বর ২০২৩

মালয়েশিয়ায় ১৭১ বাংলাদেশি আটক, নিন্দা এমটিইউসির

প্রবাসী কর্মী

মালয়েশিয়ার জোহর বাহরু প্রদেশে ১৭১ জন বাংলাদেশি বৈধ প্রবাসী কর্মীকে আটক করায় নিন্দা জানিয়েছে শ্রমিক সংগঠন মালয়েশিয়ান ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (এমটিইউসি)। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) স্থানীয় অনলাইন মালয় মেইল জানিয়েছে, গতকাল বুধবার এক বিবৃতিতে মহাসচিব কামারুল বাহারিন মনসুর এই নিন্দা জানায়।

মনসুর বলেন, মালয়েশিয়ার এজেন্টের কারণে আটক শ্রমিকরা চাকরি না পেয়ে প্রতারিত হয়েছেন। তাদের শাস্তির পরিবর্তে সহায়তা করা উচিত। এমটিইউসি চাকরি জালিয়াতির শিকার হওয়া বাংলাদেশি শ্রমিকদের আটকে পুলিশ এবং ইমিগ্রেশনের পদক্ষেপে হতবাক হয়েছে। প্রতারণার শিকারদের শ্রমিকদের দ্রুত কর্মসংস্থানের সুযোগ করে দিতে সরকারকে সকল ধরনের সহায়তা দেওয়া উচিত।

এমটিইউসির মহাসচিব মনসুর বলেন, এমটিইউসি মালয়েশিয়ার বাইরে থেকে এবং সরাসরি বিদেশি কর্মীদের নিয়ে কাজ করে এমন সংস্থার ও ব্যক্তির মাধ্যমে এ ধরনের প্রতারণার ঘটনা ঘটছে বলে রিপোর্ট পেয়েছে। যদি এই সমস্যাটি সঠিকভাবে সমাধান করা না হয়, তাহলে পরের বছর মানবপাচার প্রতিবেদনে মালয়েশিয়া তৃতীয় স্তরে পড়ার ঝুঁকি রয়েছে।

পাম তেল প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে উল্লেখ করে মনসুর বলেন, বিদেশি কর্মীদের জন্য সুরক্ষা এবং কল্যাণমূলক পদক্ষেপগুলোকে অগ্রাধিকার দেওয়া জরুরি, যাতে দেশটিকে সুনাম ক্ষুণ্ণ হওয়া এবং অর্থনৈতিক কুপ্রভাব থেকে রক্ষা করা যায়।

এমটিইউসি মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনকে বিদেশি কর্মী নিয়োগের সঙ্গে জড়িত পুরো নেটওয়ার্কের একটি ব্যাপক তদন্ত শুরু করার জন্য অনুরোধ করে।

জোহর পুলিশ বলেছে, গত ২০ ডিসেম্বর ১৭১ জন বাংলাদেশি তাদের এজেন্টদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করার জন্য বায়ু দামাই থানার দিকে যাচ্ছিল। কারণ তারা দাবি করেছিল যে তারা তিন থেকে ছয় মাস পরেও নিয়োগ পায়নি। 

তাদের আটকের পর পুলিশ জানায়, তাদের অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×