ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিদেশে ১৩ লক্ষাধিক কর্মীর কর্মসংস্থান 

প্রকাশিত: ১৬:৪৫, ২৮ ডিসেম্বর ২০২৩

বিদেশে ১৩ লক্ষাধিক কর্মীর কর্মসংস্থান 

বাংলাদেশি কর্মী। ফাইল ফটো

বিদেশে জনশক্তি রপ্তানির ধারাবাহিকতায় চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশে রেকর্ড সংখ্যক বাংলাদেশি কর্মী পাঠানো হয়েছে। আগের বছরের তুলনায় এ বছর প্রায় ৪০ শতাংশ বেশি জনশক্তি বিদেশে গেছে। এতে দেশে বৈদেশিক মুদ্রা আয়ও বৃদ্ধি পেয়েছে।

গত জানুয়ারি থেকে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পর্যন্ত ১৩ লক্ষাধিক নারী-পুরুষ কর্মী ইউরোপসহ বিভিন্ন দেশে চাকরি লাভ করেছে। এর মধ্যে শুধু সৌদিতেই গেছে প্রায় সাড়ে ৪ লাখ কর্মী। প্রচুর রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছেন তারা। প্রবাসী আয়েও আশার আলো দেখা দিচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ডিসেম্বরের ২২ দিনে প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৫৬ কোটি ৯৫ লাখ ডলার। সে হিসাবে দৈনিক গড়ে রেমিট্যান্স আসছে ৭ কোটি সাড়ে ১৩ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৭ হাজার ১৮৬ কোটি টাকা। 

চলতি বছরের নভেম্বরে প্রতিদিন এসেছিল ৬ কোটি ৪৩ ডলার। তথ্য-উপাত্ত পর্যালোচনায় দেখা যায়, সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে।

শুধুমাত্র মধ্যপ্রাচ্য মুখী না হয়ে ইউরোপসহ বিভিন্ন দেশে প্রচুর বাংলাদেশি কর্মী যাচ্ছে। তবে অদক্ষ কর্মীর চেয়ে উন্নত দেশগুলোতে দক্ষ কর্মীর চাহিদা দিন দিন বাড়ছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ও বেশি বেশি দক্ষ কর্মী প্রেরণে নানামুখী উদ্যোগ নিচ্ছে। দেশের ১০৪টি টিটিসি (কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র) এবং ৬টি আইএমটি (মেরিন টেকনোলজী) কেন্দ্রের মাধ্যমে প্রায় ৬০টি ট্রেডে প্রতি বছর ১ লাখ ২৫ হাজার নারী-পুরুষ কর্মীকে দক্ষ করে তোলা হচ্ছে।

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×