ওমান আদালত
ওমানের এক নাগরিককে হত্যার অপরাধে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) ২৬ বছর বয়সী ইব্রাহিম নামে ওই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
প্রবাসী ইব্রাহিমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কাইমপুর এলাকায়।
২০২০ সালের ১১ এপ্রিল ওমানের মাসিরাহ দ্বীপে সাহালম হাদ্দুম নামে ওমানের এক নাগরিককে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হন ইব্রাহিম। পরে চলতি বছরের ২৯ জুন ইব্রাহিমকে মৃত্যুদণ্ড দেয় আদালত।
নিহত সাহালম হাদ্দুম মাসিরাহ অঞ্চলের একজন ব্যবসায়ী ও একটি স্কুলের শিক্ষক ছিলেন। তার বাসায় এক বাংলাদেশি মেয়ে গৃহকর্মী হিসেবে তিন বছর ধরে কাজ করতেন। এক পর্যায়ে ওই মেয়ের সঙ্গে ইব্রাহিমের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। প্রায় রাতেই ওই ওমানির বাসায় গিয়ে কাজের মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়াতেন ইব্রাহিম। ওমানি নাগরিক বিষয়টি টের পেয়ে ইব্রাহিমকে পুলিশে দেওয়ার ভয় দেখান।
পরে আনুমানিক রাত ২টার দিকে ওই ওমানির ঘরে ধরা পড়েন ইব্রাহিম। পরে তারা দুজনে মিলে ছুরি দিয়ে ওমানি নাগরিক ও তার স্ত্রীকে আঘাত করলে ঘটনাস্থলেই ওমানির মৃত্যু হয় এবং আশঙ্কাজনক অবস্থায় তার স্ত্রীকে মাসিরাহ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার মামলার রায় অনুসারে বুধবার ইব্রাহিমের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।
এবি