ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ইসরায়েলি প্রতিষ্ঠানের জাহাজ বন্দরে ভিড়তে দেবে না মালয়েশিয়া

প্রকাশিত: ১৭:৪২, ২০ ডিসেম্বর ২০২৩

ইসরায়েলি প্রতিষ্ঠানের জাহাজ বন্দরে ভিড়তে দেবে না মালয়েশিয়া

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ইসরায়েলের আন্তর্জাতিক কার্গো শিপিং কোম্পানি জিমের কোনো জাহাজকে নিজেদের বন্দরে ভিড়তে দেবে না মালয়েশিয়া।

বুধবার (২০ ডিসেম্বর) এ ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, এ নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি বলেছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় তারা এ পদক্ষেপ নিয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক বিবৃতিতে বলেছেন, গাজায় মৌলিক মানবিক নীতি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ইসরায়েলি পদক্ষেপের জবাবে তাঁর দেশ এ নিষেধাজ্ঞা দিয়েছে।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। ইসরায়েলের ভাষ্য মতে, এ হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। প্রায় ২৪০ জনকে বন্দী করে হামাস। ৭ অক্টোবর থেকেই ইসরায়েল প্রতিশোধমূলক হামলা শুরু করে।

সূত্র: বিবিসি

 

 এসআর

সম্পর্কিত বিষয়:

×