ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জানা গেল রমজান মাস শুরুর তারিখ

প্রকাশিত: ২০:১২, ১৩ ডিসেম্বর ২০২৩; আপডেট: ২০:২৯, ১৩ ডিসেম্বর ২০২৩

জানা গেল রমজান মাস শুরুর তারিখ

রমজান মাস।

ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্রতম রমজান মাস আর মাত্র তিন মাস পরেই শুরু হচ্ছে। ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী ও চাঁদ দেখার উপর নির্ভর করে রমজান মাস সাধারণত ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে।

দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) ওয়েবসাইটে প্রকাশিত হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে ২০২৪ সালের রমজান মাস শুরু হবে আগামী ১২ মার্চ মঙ্গলবার। আর রমজান শেষ হতে পারে ৯ এপ্রিল। এবার রমজান মাস ২৯ দিনে শেষ হবে বলে আশা করা হচ্ছে। সেটি হলে আমিরাতে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী ১০ এপ্রিল।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন রোজা শুরু হয়, বাংলাদেশে হয় সাধারণত তার পরের দিন। সেই হিসাবে, বাংলাদেশে এবারের রমজান মাস শুরু হতে পারে আগামী ১৩ মার্চ এবং শেষ হতে পারে ১০ এপ্রিল। সেক্ষেত্রে ঈদুল ফিতর উদযাপিত হবে ১১ এপ্রিল।

আমিরাতে রমজানের ২৯ তারিখ থেকে শাওয়াল মাসের ৩ তারিখ পর্যন্ত সরকারি ছুটি থাকে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, এবার সেটি পড়তে পারে ৯ এপ্রিল (মঙ্গলবার) থেকে ১২ এপ্রিল (শুক্রবার)। এর সঙ্গে শনি-রোববারের ছুটি যোগ করলে টানা ছয়দিন ছুটি উপভোগ করবেন আমিরাতবাসী।

সূত্র: খালিজ টাইমস।

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×