ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অন্ধ্রপ্রদেশে আঘাত হানলো ঘূর্ণিঝড় মিগজাউম 

প্রকাশিত: ১৭:১৬, ৫ ডিসেম্বর ২০২৩

অন্ধ্রপ্রদেশে আঘাত হানলো ঘূর্ণিঝড় মিগজাউম 

ঘূর্ণিঝড় মিগজাউম 

অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় মিগজাউম। ঘণ্টায় এর গতিবেগ সর্বোচ্চ ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত। এরই মধ্যে অন্ধ্রপ্রদেশের ৮টি জেলায় সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু ও চেন্নাইয়ে ভারী বৃষ্টি হচ্ছে। চেন্নাইয়ে ৮ জনের মৃত্যুর খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। বন্ধ ঘোষণা করা হয়েছে রাজ্যের সব স্কুল-কলেজ। 

অনেক এলাকায় জলাবদ্ধতার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ ও ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। বাতিল করা হয়েছে বহু ফ্লাইট ও দূরপাল্লার ট্রেন। উপকূলীয় এলাকায় জাতীয় বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে। ঝড়ের গতিবেগ আরো বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। অন্ধ্রপ্রদেশে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত বহাল থাকবে।

এদিকে ঘূর্ণিঝড় মিগজাউম বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দেশের সব সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

অন্ধ্র প্রদেশে আছড়ে পড়বে ‘মিগজাউম’, চেন্নাইয়ে ৫ জনের মৃত্যু অন্ধ্র প্রদেশে আছড়ে পড়বে ‘মিগজাউম’, চেন্নাইয়ে ৫ জনের মৃত্যু 
বাংলাদেশের উপকূল ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বুধবার বৃষ্টি হতে পারে।

চেন্নাই পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই বলেছে, চেন্নাই শহরের বেসান্ত নগর এলাকায় ঝড়ে গাছ উপড়ে গিয়ে বিদ্যুতের তার ছিন্ন করেছে এবং এ সময় বিদ্যুৎস্পর্শে একজনের মৃত্যু হয়।  অন্যদিকে নগরীর ইস্ট কোস্টাল রোডের কানাথুর এলাকায় একটি নির্মাণাধীন দেওয়াল ধসে দুজনের মৃত্যু হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ুর চেন্নাইসহ একাধিক জায়গায় একটানা বৃষ্টি হচ্ছে। প্লাবিত হয়েছে চেন্নাই বিমানবন্দরের রানওয়ে। ফলে বাতিল করা হয়েছে একাধিক ফ্লাইট। শিডিউল বিপর্যয়ে পড়েছে অন্তত ২০টি ফ্লাইটের। রাজ্য সরকার চেন্নাই, চেঙ্গলপাট্টু, কাঞ্চিপুরম এবং তিরুভাল্লুর জেলায় সরকারি ছুটি ঘোষণা করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত সোমবার তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের কেন্দ্র থেকে প্রয়োজনীয় সমস্ত সাহায্যের আশ্বাস দিয়েছেন। 

এদিকে অন্ধ্র প্রদেশ সরকার আটটি জেলায় সতর্কতা জারি করেছে। জেলাগুলো হচ্ছে—তিরুপতি, নেলোর, প্রকাশম, বাপটলা, কৃষ্ণা, পশ্চিম গোদাবরী, কোনাসিমা এবং কাকিনাদা। উপকূলীয় এলাকা পুদুচেরিতে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

 

এস

সম্পর্কিত বিষয়:

×