ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

স্পেনে সিটি কর্পোরেশন সেন্ট্রো কমিনিটারীওর উদ্যোগে পিঠা উৎসব

প্রকাশিত: ২১:২৮, ৩ ডিসেম্বর ২০২৩

স্পেনে সিটি কর্পোরেশন সেন্ট্রো কমিনিটারীওর উদ্যোগে পিঠা উৎসব

পিঠা উৎসব অনুষ্ঠিত।

স্পেনের রাজধানী মাদ্রিদের সিটি কর্পোরেশন সেন্ট্রো কমিনিটারীওর উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৫টায় মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার কাসিনো পার্কে সিটি কর্পোরেশনের সেন্ট্রো কমিনিটারীও কাসিনো রেইনার উদ্যোগে ও মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ভালিয়ান্তে বাংলার সার্বিক সহযোগিতায় এ পিঠা উৎসব আয়োজন করা হয়।

বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পিঠা উৎসব মিলনমেলায় পরিণত হয়। এতে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশন সেন্ট্রো কমিনিটারীওর ডিরেক্টর ক্রিসটিনা, তারাবাখো সোসিয়াল সিলভিয়া, অ্যাসোসিয়েশন ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি, নারী নেত্রী আফরোজা রহমান, নিশাত, ফারহানা ইয়াছমিন সুবর্ণা, শাহীন আক্তার, তানিয়া সুলতানা, হ্যাপি আক্তারসহ আরো অনেকে।

বাংলাদেশি কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শামীম খান বিপ্লব, ক্রীড়া সম্পাদক সুমন হাওলাদার, সাবেক ক্রীড়া সম্পাদক সায়েক আহমদ, ব্যবসায়ী সিরাতাল মুস্তাকিম সাঈদ, আব্দুল মতিন, সোহেল আহমদ, আয়েছ আহমদ প্রমুখ।

 

এম হাসান

×