![কৃষিবিদ অস্ট্রেলিয়ার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত কৃষিবিদ অস্ট্রেলিয়ার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত](https://www.dailyjanakantha.com/media/imgAll/2023May/বনভোজন-54-2312031512.jpg)
বনভোজন অনুষ্ঠিত।
কৃষিবিদ অস্ট্রেলিয়ার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সিডনির দক্ষিণে ক্যাটারেক্ট ড্যাম পিকনিক এরিয়াতে এ বনভোজন অনুষ্ঠিত হয়।
বনভোজন অনুষ্ঠানে সকাল থেকেই ছায়া ঘেরা সবুজ চত্বর বাংলাদেশি প্রবাসী কৃষিবিদদের মিলন মেলায় পরিণত হয়।
সবার জন্য বিনোদনমূলক খেলাধুলা পুরস্কার ও মধ্যাহ্ন ভোজের পর সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয়। বেলা শেষ হওয়ার আগেই দলবেঁধে সবাই ড্যামের চারদিক ঘুরাঘুরি ও ফেসবুক ফটোগ্রাফিতে মেতে ওঠে। ১৯৯৫ সাল থেকে আয়োজিত এই মিলনমেলায় সিডনিসহ ক্যানবেরা, ওয়াগা ওয়াগা ও টেক্সাসের ডালাস থেকে কৃষিবিদগণ ও তাদের পরিবারবর্গ অংশ নেন।
এম হাসান