ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পিটিআইর নতুন চেয়ারম্যান গহর আলী খান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৪, ২ ডিসেম্বর ২০২৩

পিটিআইর নতুন চেয়ারম্যান গহর আলী খান

গহর আলী খান

শতাধিক মামলায় কারাবন্দি ইমরান খান আর তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) নেতৃত্বে নেই। দলটির নতুন চেয়ারম্যান এখন ব্যারিস্টার গহর আলী খান। সম্প্রতি নতুন নেতৃত্ব নির্ধারণের জন্য নেতাকর্মী-সমর্থকদের ভোট আহ্বান করেছিল পিটিআই হাইকমান্ড। শনিবার সেই ভোটের ফল ঘোষণা করেছেন ভোট পরিচালনাকারী টিমের সদস্য নিয়াজুল্লাহ নিয়াজি।
ঘোষণায় নিয়াজি জানান, নতুন চেয়ারম্যানের পাশাপাশি দলের কেন্দ্রীয় মহাসচিব পদেও পরিবর্তন এসেছে। পিটিআইয়ের নতুন কেন্দ্রীয় মহাসচিব এখন আলী আমিন গান্দাপুর। সাবেক মহাসচিব আসাদ ওমরের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। এছাড়া পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব প্রদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা ড. ইয়াসমিন রশিদ। পাকিস্তানের রাজনৈতিক দলগুলোতে কেন্দ্রীয় নেতৃত্ব রদবদল হয় দলের নেতা-কর্মীদের ভোটের মাধ্যমে। ভোটের ফল দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনে জমাও দিতে হয়।-জিও টিভি

×