ছবি: জনকণ্ঠ
মাগুরার -২টি আসনে বাংলাদেশ আওয়ামীলীগের দুই প্রার্থী আজ বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র দাখিল করেছেন । মাগুরা-১ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু নাসের বেগের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন । এই সময় মাগুরা-২ আসনের আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ড. শ্রী বিরেন শিকদার ও মনোনয়ন পত্র দাখিল করেন।
এই সময় মাগুরা -১ আসনের বিদায়ী সংসদ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ফ ম আব্দুল ফাত্তার, মাগুরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।
টিএস