ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পাকিস্তানে শপিংমলে আগুন, নিহত ১১

প্রকাশিত: ১৭:০৩, ২৫ নভেম্বর ২০২৩

পাকিস্তানে শপিংমলে আগুন, নিহত ১১

অগ্নিকান্ড

পাকিস্তানের একটি শপিংমলে আগুন লেগে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

শনিবার (২৫ নভেম্বর) দেশটির করাচিতে এ ঘটনা ঘটে। শপিংমলটির দ্বিতীয় তলায় প্রথমে আগুন লাগে। পরে দ্রুত ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় আগুন ছড়িয়ে পড়ে। সতর্কতামূলক কাছাকাছি ভবনগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্থগিত করা হয়। আগুনে অসংখ্য দোকান পুড়ে গেছে। ভবনটিতে শপিংমল ছাড়াও কল সেন্টার এবং সফটওয়্যার অফিস ছিল।

দেশটির ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ওই ভবনে অবস্থিত একটি জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ভবন থেকে অন্তত ৪২ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডে নিহতদের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন সিন্ধুর অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী বিচারপতি (অব.) মকবুল বাকি।

 

এস

সম্পর্কিত বিষয়:

×