ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

২৫ নৌকায় আগুন

প্রকাশিত: ১৩:১৫, ২১ নভেম্বর ২০২৩

২৫ নৌকায় আগুন

ছবি: সংগৃহীত।

নমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫টি মাছ ধরার নৌকা পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

রবিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে একটি মৎস্য বন্দরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনীর একটি জাহাজও ঘটনাস্থলে পৌঁছায়। পরে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন : মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপ

পুলিশ জানিয়েছে, নৌকার ডিজেল কনটেইনার ও গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত বন্দর এলাকায় ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এরই মধ্যে তদন্তে নেমেছে বন্দর কর্তৃপক্ষ।

বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার রবি শঙ্কর জানিয়েছেন, রাতে একটি মাছ ধরার নৌকায় আগুন ধরে যায়। আগুন যাতে ছড়িয়ে না পড়তে পারে সেজন্য নৌকাটিকে দূরে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাতাস ও পানির স্রোত নৌকাটিকে আবার জেটিতে নিয়ে ফিরিয়ে নিয়ে আসে। একপর্যায়ে কিছুক্ষণের মধ্যে পাশে থাকা অন্যান্য নৌকাগুলোতেও আগুন লেগে যায়।

জানা গেছে, ক্ষতিগ্রস্ত প্রতিটি নৌকার দাম প্রায় ১৫ লাখ রুপি। এই ঘটনায় চার থেকে পাঁচ কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে নৌকা মালিকরা। তাদের দাবি, কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে এসব নৌকায় আগুন দিয়েছেন। তবে এখন পর্যন্ত সন্দেহভাজন কাউকে আটক করা সম্ভব হয়নি।

সূত্র: এনডিটিভি

টিএস

×