ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত

প্রকাশিত: ১৮:৪০, ১৪ নভেম্বর ২০২৩

রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত

দুই প্রবাসী বাংলাদেশি।

সৌদি আরবের রিয়াদে এক সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১১ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে রিয়াদের ওয়াদি আল দাওয়াছির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মো. বাবুল খানের ছেলে মো. ফারদিন খান (২৩) ও মামুদনগর ইউনিয়নের মো. তারা মিয়ার ছেলে মো. রাশেদ (৩২)।

জানা যায়, কাজে যাওয়ার সময় গাড়ি উল্টে গিয়ে তারা নিহত হয়। বর্তমানে তাদের লাশ ওয়াদি দাওয়াছির জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। লাশ বাংলাদেশে নিজ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×