ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আবারও নেপালে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

প্রকাশিত: ২১:৩১, ৬ নভেম্বর ২০২৩

আবারও নেপালে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ভূমিকম্প।

নেপালে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। একইসঙ্গে ভারত ও চীনেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (৬ নভেম্বর) বিকেল ৪টা ৪৬ মিনিটে সংগঠিত ভূমিকম্পের কেন্দ্র ছিল নেপালের পেইন্ক শহর থেকে ছয় কিলোমিটার দূরে। 

এর আগে গত ৩ অক্টোবর দেশটির পশ্চিমাঞ্চলে জাজারকট শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১২৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকেই।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ভূমিকম্পে নেপালের বহু ঘরবাড়ি ও ভবন বিধ্বস্ত হয়েছে। বহু অঞ্চল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধার অভিযান চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিকম্পে দেশটির জাজারকোট ও পশ্চিম রুকুমে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। জাজারকোটে একজন মেয়রসহ ৪৪ জন এবং পশ্চিম রুকুমে ৩৬ জন মারা গেছেন।

সূত্র : কাঠমান্ডু পোস্ট।

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×