ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ওমানে বাড়ছে বাংলাদেশিদের সংখ্যা

প্রকাশিত: ১৯:০৯, ৩০ অক্টোবর ২০২৩

ওমানে বাড়ছে বাংলাদেশিদের সংখ্যা

ওমানে বাংলাদেশিরা

ওমানে হু হু করে বাড়ছে বাংলাদেশিদের সংখ্যা।  সবশেষ আনুষ্ঠানিক হিসেব অনুযায়ী ৫ লাখ ৪৬ হাজার বাংলাদেশি দেশটিতে অবস্থান করছেন। যদিও আনুমানিক হিসেবে বর্তমানে দেশটিতে ৭ লাখেরও বেশি বাংলাদেশির বসবাস।

এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৩ সালের চলতি মাস পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসীর সংখ্যা বেড়েছে ১১.১ শতাংশ। তবে এ হিসাব অনুযায়ী বাংলাদেশ থেকে যাওয়া প্রবাসীদের সংখ্যাই সবচেয়ে বেশি। 

জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্রের তথ্য অনুসারে, বর্তমানে ওমানের মোট জনসংখ্যা ৫১ লাখ ৩৬ হাজার ৯৫৭জন। এরমধ্যে ৫৬.৬৯ শতাংশ বা ২৯ লাখ ১২ হাজার ৬৪ জন ওমানি, অন্যদিকে সেপ্টেম্বরের শেষ নাগাদ প্রবাসীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ২৪ হাজার ৮৯৩ জনে। যেখানে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীর সংখ্যা ছিল ১৯ লাখ ৯০ হাজার ৬৫ জন। ২০২০ সালের করোনা মহামারীর সময়ে প্রবাসীদের সংখ্যা ১১ শতাংশ কমে যায়। অবশ্য তার ২ বছর পরই প্রবাসী জনসংখ্যা মহামারীর আগের পর্যায়ে ফিরে আসে এবং ২০২২ সালের অক্টোবরে তা ২ মিলিয়ন ছাড়ায়।

জনসংখ্যার ঘনত্বের দিক থেকে রাজধানী মাস্কাটই সবচেয়ে জনবহুল এলাকা, এরপর উত্তর আল বাতিনা। মাস্কাটে ওমানের মোট জনসংখ্যার ২৮.৭% বা ১৫ লাখ মানুষের বসবাস। যার মধ্যে ৯ লাখই প্রবাসী। এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর জনসংখ্যা আড়াই শতাংশ বেড়েছে। চলমান প্রবণতা অব্যাহত থাকলে গড় রেশিও আরও বাড়বে। অন্যদিকে ওমানের সবচেয়ে কম জনবহুল প্রদেশ মুসান্দামের মোট জনসংখ্যা ৫৪ হাজার ২২৪ জন। যার মধ্যে ১৮ হাজার ৪৬৩ জন প্রবাসী।

 

এবি

সম্পর্কিত বিষয়:

×