ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের বিশেষ উন্মুক্ত দিবস

প্রকাশিত: ২২:৪৩, ১৫ অক্টোবর ২০২৩

সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের বিশেষ উন্মুক্ত দিবস

বিশেষ উন্মুক্ত দিবস পালিত। 

২০২৪ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের বাংলা স্কুলের কার্যক্রম সম্পর্কে অবহিত করতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুল বিশেষ উন্মুক্ত দিবসের আয়োজন করা হয়েছে। 

রবিবার (১৫ অক্টোবর) স্কুল প্রাঙ্গণে ছাত্র-ছাত্রী, বাংলা ভাষাভাষী অভিভাবক ও বাংলা ভাষা প্রেমীদের আমন্ত্রণ জানানো হয়। 

সিডনির ৮ বেনহাম রোড, মিন্টোস্থ নিজস্ব ক্যাম্পাসে সকাল সাড়ে ১০টায় এই আয়োজন শুরু হয়। দিবসের কার্যসূচির মধ্যে ছিল স্কুল পরিচিতি, স্কুলের শিক্ষা দান পদ্ধতি, শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম সংক্রান্ত তথ্য,  ক্লাস পরিভ্রমণ ও প্রশ্নোত্তর পর্ব। 

স্কুলের সামগ্রিক কার্যক্রমের উপর একটি তথ্য ভিত্তিক সচিত্র পরিবেশনা নতুন অভিভাবকদের স্কুল সম্পর্কিত ধারণা তৈরিতে সচেষ্ট হয়। পরে উপস্থিত সবাই বাংলা স্কুলের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। 

অনুষ্ঠানের শুরুতে অস্ট্রেলিয়ার ভূমি সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান বাংলা স্কুল সাধারণ সম্পাদক কাজী আশফাক রহমান। তথ্যভিত্তিক পরিবেশনাটি পরিচালনা করেন ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের অধ্যক্ষ রুমানা খান মোনা ও সভাপতি মসিউল আজম খান স্বপন। উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান কার্যকরী কমিটির সহ সভাপতি ফায়সাল খালিদ শুভ। 

কারিগরি নিয়ন্ত্রণে ছিলেন রাফায়েল রোজারিও। ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন ইয়াকুব আলী ও নুরুল ইসলাম শাহিন। সবশেষে সবাই চা-চক্রে আপ্যায়িত হন। 

প্রসঙ্গত, ক্যাম্বেলটাউন বাংলা স্কুল ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাংলা ভাষাভাষীদের প্রতি রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত উন্মুক্ত থাকে।

×