ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ফ্লাইওভার থেকে পড়ে গেলো বাস, নিহত ২১

প্রকাশিত: ১৭:৩৭, ৪ অক্টোবর ২০২৩

ফ্লাইওভার থেকে পড়ে গেলো বাস, নিহত ২১

দুর্ঘটনা কবলিত বাস

ইটালির ভেনিসে ফ্লাইওভার থেকে একটি পর্যটকবাহী বাস খাদে পড়ে তাতে আগুন ধরে গিয়ে নারী ও শিশুসহ কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েক জন।

এনডিটিভি জানিয়েছে, গতকাল (৩ অক্টোবর) স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসটি ইটালির ভেনিসের ঐতিহাসিক কেন্দ্র থেকে একটি ক্যাম্পিং সাইটে ফেরার সময় বাসটি রাস্তা থেকে ছিটকে প্রায় ১০০ ফুট নীচে একটি রেললাইনের কাছে পড়ে বিদ্যুতের লাইনে আঘাত করলে এতে আগুন ধরে যায়। বাসের জ্বালানিতে মিথেন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

চালকের হঠাৎ অসুস্থতার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন, ইটালির পরিবহন মন্ত্রী মাত্তেও সালভিনি।ঘটনায় আহত ২০ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহত ও আহতদের মধ্যে ইটালি ছাড়াও বেশ কয়েকটি দেশের নাগরিক রয়েছে। মৃতদেহগুলো উদ্ধার ও শনাক্ত করার চেষ্টা চলছে।

দুর্ঘটনায় হতাহত পরিবারের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

 

এস

×