ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সমুদ্রের গভীরে পাতা ফাঁদে আটকে গেল চীনের ডুবোজাহাজ, মৃত্যু ৫৫ সেনা

প্রকাশিত: ১৩:২৮, ৪ অক্টোবর ২০২৩; আপডেট: ১৪:৪৯, ৪ অক্টোবর ২০২৩

সমুদ্রের গভীরে পাতা ফাঁদে আটকে গেল চীনের ডুবোজাহাজ, মৃত্যু ৫৫ সেনা

চীনের ডুবোজাহাজ। ছবি: সংগৃহীত।

পীত সাগরের নিচ দিয়ে পার হচ্ছিল চীনের একটি নিউক্লিয়ার সাবমেরিন। সমুদ্রের গভীরে পাতা ফাঁদে আটকে পড়ে চীনা নৌবাহিনীর সেই ডুবোজাহাজটি। সমস্যা দেখা দেয় ডুবোজাহাজের অক্সিজেন সরবরাহকারী যন্ত্রে। দীর্ঘক্ষণ অক্সিজেনের অভাব থাকায় সাবমেরিনের ভিতরে থাকা ক্যাপ্টেন-সহ ৫৫ জন চীনা সেনার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হয়েছে।

আরও পড়ুন :তরুণ থাকার জন্য দিনে ১১১টি ওষুধ খান ধনকুবের

ডেলি মিররের প্রতিবেদন অনুযায়ী, ব্রিটেনের জাহাজকে আটকানোর জন্য ফাঁদ পাতা হয়েছিল। সেই ফাঁদেই আটকে পড়ে চীনা সাবমেরিনটি। যদিও চীন প্রশাসন এই ঘটনাটি পুরোপুরিভাবে অস্বীকার করা হয়।

ব্রিটেনের একটি সংবাদ সংস্থা জানিয়েছে, ২১ আগস্ট পীত সাগরে একটি ডুবোজাহাজ ‘চেন অ্যান্ড অ্যাঙ্কর’ ফাঁদে পড়ে। স্থানীয় সময় অনুযায়ী, সকাল ৮টা ১২মিনিটে এই ঘটনাটি ঘটে। ফাঁদে আটকে পড়ার কিছু ক্ষণের মধ্যেই ডুবোজাহাজে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। অক্সিজেনের অভাবে ৫৫ জন চীনা সেনার মৃত্যু হয়। 

এই খবর জানাজানি হওয়ার পর চীনের পক্ষ থেকে ঘটনাটি অসত্য বলে দাবি করা হয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এসআর

×