অর্মিতা গারাওয়ান্দ। ছবি: ইন্টারনেট থেকে
ইরানে নৈতিকতা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অর্মিতা গারাওয়ান্দ নামের এক কিশোরী। তিনি এখন কোমায় আছেন।
আরও পড়ুন :১০৪ বছর বয়সে ঝাঁপ দিলেন ৪১০০ মিটার ওপর থেকে
গুরুতরভাবে ১৬ বছর বয়সী ওই কিশোরী মাথায় আঘাত পেয়েছেন। ধারণা করা হচ্ছে, হিজাব না পরায় পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তি হয়।
কুর্দি অধিকার সংস্থা হেঙ্গো মঙ্গলবার (৩ অক্টোবর) এমন দাবি জানিয়েছে। সংস্থাটি বলেছে, একটি মেট্রো স্টেশনে এ ঘটনা ঘটেছে।বর্তমানে কোমায় থাকা ওই কিশোরীর নিবিড় চিকিৎসা চলছে। সংস্থাটি জানিয়েছে, অর্মিতা গারাওয়ান্দ নামের ওই কিশোরীর কোনো আত্মীয়-স্বজনকে; এমন কী বাবা-মাকে কাছে যেতে দেওয়া হচ্ছে না। এর বদলে কড়া নিরাপত্তা বজায় রেখে অর্মিতাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
🚨 🚨 🚨
— 🏴Iranian American 🇺🇸 (@IranLionness) October 3, 2023
She, 16, is now in a coma!
after being attacked by the immoral law enforcement in the subway in Tehran.
Her name is Amrita Gravand.
*The narrator is a propagandist for disinformation pic.twitter.com/a3xsZLNgbb
মেট্রো স্টেশনের সিসি ক্যামেরায় দেখা যায়, ওই কিশোরীকে ট্রেনের ভেতর থেকে বের করা হচ্ছে। তবে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির বিষয়টি অস্বীকার করেছে ইরান সরকার। তারা জানিয়েছে, নিম্ন রক্তচাপজনিত কারণে ওই কিশোরী জ্ঞান হারিয়ে পড়ে যান।
এ ঘটনার পর আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে উচ্চ সতর্কতাবস্থায় রেখেছে ইরান।
গত বছরের সেপ্টেম্বরে এই নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামের এক তরুণীর মৃত্যু হয়। তার মৃত্যুর পর পুরো ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই বিক্ষোভে পাঁচশরও বেশি মানুষের মৃত্যু হয়।
সূত্র: টুডে টাইমস
এসআর