ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

২ বারের ভূমিকম্পে কেঁপে উঠল নয়াদিল্লি 

প্রকাশিত: ১৭:০০, ৩ অক্টোবর ২০২৩

২ বারের ভূমিকম্পে কেঁপে উঠল নয়াদিল্লি 

ভূমিকম্প 

রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। 

মঙ্গলবার (৩ অক্টোবর) স্থানীয় সময় বেলা ২টা ৫১ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পে কেঁপে উঠেছে হিমালয়ের পাদদেশের এই দেশটি। এর আগে, ২টা ২৫ মিনিটি ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিসহ উত্তর প্রদেশও। তবে উভয় দেশে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি। 

আরও পড়ুন >>  ৪৮ ঘণ্টার মধ্যে বড় ভূমিকম্প 

নেপালের জাতীয় ভূমিকম্প দপ্তর ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক বিবৃতিতে জানিয়েছে, রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের পাঁচ কিলোমিটার গভীরে। 

আতঙ্কগ্রস্ত মানুষ আবাসিক ভবন ও অফিস-কার্যালয় থেকে বের হয়ে সড়কে আশ্রয় নেয়। এমন ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

এস

সম্পর্কিত বিষয়:

×