ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

অবশেষে ম্যাক্রোঁর ঘোষণা 

নাইজার থেকে রাষ্ট্রদূত ও সেনা প্রত্যাহার করছে ফ্রান্স

প্রকাশিত: ২৩:৩৯, ২৫ সেপ্টেম্বর ২০২৩

নাইজার থেকে রাষ্ট্রদূত ও সেনা  প্রত্যাহার করছে ফ্রান্স

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

প্রবল আন্দোলনের মুখে অবশেষে নাইজার থেকে ফরাসি সেনা রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রবিবার ফ্রান্সের একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে কথা জানান তিনি। অঞ্চলটিতে দীর্ঘ দিন ইসলামি জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা সেনা মোতায়েন রেখেছিল ফ্রান্স। কিন্তু স্থানীয় অনেকেই চান সাবেক উপনিবেশিক শাসকরা তাদের দেশে হস্তক্ষেপ বন্ধ করুক।

গত জুলাইয়ে অভ্যুত্থানের পর আন্দোলনের মুখে অনেকটা চাপে পড়ে রাষ্ট্রদূত সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। রবিবার তিনি বলেন, ফ্রান্স তার রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। অবিলম্বে আমাদের রাষ্ট্রদূত কয়েকজন কূটনীতিক দেশে ফিরে আসবেন। তিনি আরও যোগ করেন, নাইজারে সামরিক সহায়তা আর করা হবে না, এখানেই শেষ। দেড় হাজার ফরাসি সেনা প্রত্যাহারের কার্যক্রম বছরের শেষ নাগাদ সমাপ্তি ঘটবে।

২৬ জুলাই অভ্যুত্থানে নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। প্রতিবাদে পশ্চিম আফ্রিকান দেশগুলোর অর্থনৈতিক জোট ইকোওয়াস নাইজারের ওপর নিষেধাজ্ঞা দেয়। শুধু তাই নয়, বেসামরিক শাসন পুনরুদ্ধারে ব্যর্থ হলে সামরিক হস্তক্ষেপের হুমকি পর্যন্ত দেয় জোটটি। এই সুযোগে সামরিক সরকারের পক্ষের আন্দোলনকারীরা দাবি করে, ফ্রান্সের সেনা রাষ্ট্রদূত প্রত্যাহার করতে হবে। একপর্যায়ে নিয়ামির ফরাসি সামরিক বিমান ঘাঁটির আশপাশে জনতার ঢল নামে। ফরাসি দূতাবাসে ভাঙচুরের পাশাপাশি খাবার, বিদ্যুৎসহ জরুরি পরিষেবা বন্ধ করে দেয় জান্তা। সাহারা মরুভূমির প্রান্তে অবস্থিত বিস্তীর্ণ দেশ নাইজার। ফ্রান্সের কাছ থকে ১৯৬০ সালে স্বাধীন হয় দেশটি। স্বাধীনতার পর বেশ কয়েকটি অভ্যুত্থানের কারণে দেশটির রাজনীতিতে অস্থিতিশীল অবস্থা বিরাজ করেছিল। নতুন করে সামরিক অভ্যুত্থানে অনিশ্চয়তার মুখে দেশটি।

ম্যাক্রোঁর ঘোষণাকে স্বাগত জানাল নাইজার জান্তা নাইজার থেকে ফরাসি সেনা রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে জান্তা সরকার। রবিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ঘোষণার কয়েক ঘণ্টা পর নাইজারের পক্ষ থেকে এই বিবৃতি এসেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই রবিবার আমরা নাইজারের সার্বভৌমত্বের একটি নতুন পদক্ষেপ উদ্যাপন করছি।এর আগে ফ্রান্সের একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, ‘রবিবার সার্বভৌমত্বের পথে আরেক ধাপ এগিয়ে গেল নাইজার। যা ঐতিহাসিক মুহূর্ত, নাইজারের জনগণের তীব্র আশা-আকাক্সক্ষাকে প্রতিধ্বনিত করে।

গত জুলাইয়ে অভ্যুত্থানের পর আন্দোলনের মুখে অনেকটা চাপের মুখে রাষ্ট্রদূত সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি বলেন, ফ্রান্স তার রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। অবিলম্বে আমাদের রাষ্ট্রদূত কয়েকজন কূটনীতিক দেশে ফিরে আসবেন। সেনারা বছরের শেষ নাগাদ প্রত্যাহার হবে। -আলজাজিরা/টিআরটি

×