ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

মোবাইল না দেওয়ায় গাড়ি নিয়ে মহাসড়কে ১০ বছরের শিশু

প্রকাশিত: ১৭:৪৫, ২৫ সেপ্টেম্বর ২০২৩

মোবাইল না দেওয়ায় গাড়ি নিয়ে মহাসড়কে ১০ বছরের শিশু

রাস্তায় শিশু

আমেরিকার ফ্লোরিডায় গভীর রাতে গাড়ি চালানো অবস্থায় দুই শিশুকে আটক করেছে পুলিশ। অভিমান করে মায়ের গাড়ি নিয়ে বের হওয়া ওই দুই শিশুর একজনের বয়স ১০, আরেকজনের ১১।  

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এনডিটিভি জানায়, গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৩টা ৫০ নাগাদ মহাসড়কে একটি গাড়ি আটক করে পুলিশ। গাড়িটি চালাচ্ছিল ১০ বছর বয়সী এক বালক, আর যাত্রীর আসনে বসে ছিল তার ১১ বছর বয়সী বোন। 

এর আগে গাড়িটি নর্থ পোর্ট থেকে চুরি হয়ে গেছে বলে অভিযোগ আসে পুলিশের কাছে। একইসঙ্গে দুই সন্তান নিখোঁজের ডায়েরি করেন মা। পরে বাড়ি থেকে প্রায় ২০০ মাইল দূরে তাদের পাওয়া যায়।

ফ্লোরিডার আলাচুয়া কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, ইলেকট্রনিক ডিভাইস নিয়ে নেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে দুই ভাইবোন। সন্তানেরা সঠিকভাবে গ্যাজেট ব্যবহার করছিল না বলে জানান তাদের মা।
 
আলাচুয়া পুলিশ এক ফেসবুক পোস্টে জানায়, সাদা রঙের সেডানটি চুরি হয়ে গেছে বলে অভিযোগ পাওয়ার পর বেশ ঝুঁকিপূর্ণ ট্রাফিক স্পট থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে দুই শিশুকে পাওয়া যায়। পুলিশ আরও জানায়, শিশুদের মাকে ফোন করলে তিনি অভিযোগ করতে চান না বলে জানান। পরে সন্তানদের ফিরিয়ে নিতে আসেন তিনি। 

সোশ্যাল মিডিয়া পোস্টে পুলিশ দুই শিশুর ছবি যুক্ত করে দেয়। তবে পরিচয় গোপন রাখতে ছবিতে তাদের মুখ ঢেকে দেওয়া হয়।

একজন পুলিশ কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ট্রাফিক লঙ্ঘন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অভিযোগে ছেলেটিকে গ্রেপ্তার করা যেত। তবে বয়স কম হওয়ায় ছাড় দেওয়া হয়েছে।

 

এস

×