ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

সরকারি বাসচালকের এক হাতে ছাতা, অন্য হাতে স্টিয়ারিং! 

প্রকাশিত: ১২:৪০, ২৭ আগস্ট ২০২৩

সরকারি বাসচালকের এক হাতে ছাতা, অন্য হাতে স্টিয়ারিং! 

বাসচালকের এক হাতে ছাতা, অন্য হাতে স্টিয়ারিং, ছবি: সংগৃহীত 

প্রবল বৃষ্টির মধ্যেই উর্দি পরে বাস চালাচ্ছেন এক চালক। বাঁ হাতে ধরে রয়েছেন ছাতা। হাওয়ার তোড়ে বারবার ছাতা উড়ে যাচ্ছে। কোনোমতে ছাতা ধরে রেখেই বাস চালিয়ে যাচ্ছেন তিনি। এক হাতেই ঘোরাচ্ছেন স্টিয়ারিং।
মুম্বাই কংগ্রেসের টুইট করা একটি ভিডিওতে ধরা পড়েছে এই দৃশ্য।

অবিশ্বাস্য হলেও, এমনই দৃশ্য দেখা গেলো ভারতের মহারাষ্ট্র রাজ্যের গাদচিরোলি জেলার একটি সরকারি বাসে।

আরও পড়ুন:জাতীয়করণ,শিক্ষকদের সুখবর

এই ঘটনা অন্যদের কাছে নতুন হলেও, মহারাষ্ট্রের বাসযাত্রীদের কাছে নাকি খুবই পরিচিত দৃশ্য। ফলে প্রশ্ন উঠছে, এই বেহাল দশার বাসে উঠে আদৌ কি নিরাপদে যাতায়াত করতে পারেন যাত্রীরা?

 

মুম্বাই কংগ্রেসের টুইট করা একটি ভিডিওতে ধরা পড়েছে এই দৃশ্য। দেখা যাচ্ছে, প্রবল বৃষ্টির মধ্যেই উর্দি পরে বাস চালাচ্ছেন এক চালক। বাঁ হাতে ধরে রয়েছেন ছাতা। হাওয়ার তোড়ে বারবার ছাতা উড়ে যাচ্ছে। কোনোমতে ছাতা ধরে রেখেই বাস চালিয়ে যাচ্ছেন তিনি। এক হাতেই ঘোরাচ্ছেন স্টিয়ারিং।

ভিডিওটি এক্স প্ল্যাটফর্মে (পূর্বে টুইটার) পোস্ট করে মুম্বাই কংগ্রেস। ক্যাপশনে লেখা হয়, গাদচিরোলির আহেরি এলাকার ভিডিও। বাসের ছাদ চুঁইয়ে জল পড়ছে আর মাথায় ছাতা ধরে বাস চালাচ্ছেন চালক। মহারাষ্ট্রের সরকারি বাস পরিবহন ব্যবস্থার এটাই হাল। যারা এই বাসে যাতায়াত করেন, তাদের সুরক্ষা এখন সর্বশক্তিমানের হাতেই!

প্রতিদিন গড়ে ৬০ লাখ যাত্রী মহারাষ্ট্রের সরকারি বাসে যাতায়াত করেন।

সূত্র: ইন্ডিয়া টুডে


 

টিএস

×