ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

প্রেসিডেন্ট বাজুম ক্ষমতাচ্যুত, ফরাসি রাষ্ট্রদূতকে নাইজার ছাড়ার নির্দেশ

প্রকাশিত: ১২:০৯, ২৬ আগস্ট ২০২৩; আপডেট: ১২:১১, ২৬ আগস্ট ২০২৩

প্রেসিডেন্ট বাজুম ক্ষমতাচ্যুত, ফরাসি রাষ্ট্রদূতকে নাইজার ছাড়ার নির্দেশ

ফরাসি সেনা ঘাঁটির সামনে বিক্ষোভ নাইজারের জান্তা সমর্থকদের। ছবি: সিএনএন থেকে

নাইজারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নাইজারের জান্তা শুক্রবার নিয়ামেতে ফরাসি রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। নাইজারের সেনাবাহিনী গত ২৬ জুলাই ফ্রান্স-সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজুমকে ক্ষমতাচ্যুত করে। এতে নাখোশ হয় প্যারিস।

শনিবার মার্কিন গণমাধ্যম সিএনএনর এক প্রতিবেদনে তা বলা হয়েছে।

রাষ্ট্র-চালিত ওআরটিএনে প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়েছে, নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাষ্ট্রদূত সিলভাইন ইত্তে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুক্রবারের জন্য নির্ধারিত বৈঠকে যোগ দিতে অস্বীকার করেছিলেন।

নাইজেরিয়ান কর্তৃপক্ষ প্রত্যাখ্যানের আলোকে ইত্তের প্রমাণপত্র প্রত্যাহার করেছে। এছাড়াও ফরাসি সরকারের অন্যান্য পদক্ষেপ যা নাইজারের স্বার্থের বিরুদ্ধে।

শুক্রবার ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এএফপিকে জানিয়েছে, ফ্রান্স পুটশিস্টদের অনুরোধের বিষয়টি নোট করেছে।

পুটশিস্টদের এই দাবি করার ক্ষমতা নেই, রাষ্ট্রদূতের অনুমোদন শুধুমাত্র বৈধ, নির্বাচিত নাইজেরিয়ান কর্তৃপক্ষের কাছ থেকে আসে

মার্কিন পররাষ্ট্র দপ্তর শুক্রবার একটি বিবৃতিতে দাবি করে, নাইজারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে, ইন্টারনেটে কিছু কিছু আমেরিকান কূটনৈতিক কর্মীদের প্রস্থান করার আহ্বান জানিয়ে চিঠির ছবি ছড়িয়ে পড়েছে।

নাইজারের সামরিক শাসকের এই অভিযোগ অস্বীকার করে ফ্রান্স সরকার বলেছে, নাইজারে ফ্রান্সের কোনো নাগরিক বা স্বার্থে আঘাত হানা হলে তার তাৎক্ষণিক ও আপোষহীন জবাব দেয়া হবে।

নাইজারের জনগণ এখন পর্যন্ত বেশ কয়েকবার রাজপথে মিছিল করে সামরিক শাসকের প্রতি সমর্থন ঘোষণা করেছেন। তারা পশ্চিমা-সমর্থিত সাবেক বাজুম সরকারকে প্রত্যাখ্যান করে স্লোগান দেন।

সূত্র : সিএনএন।

এসআর

×