ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

উড্ডয়নের ১০ মিনিট পর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬ যাত্রী

প্রকাশিত: ১৯:৩২, ১১ জুলাই ২০২৩; আপডেট: ১৯:৪৬, ১১ জুলাই ২০২৩

উড্ডয়নের ১০ মিনিট পর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬ যাত্রী

পর্যটকবাহী হেলিকপ্টার

নেপালের একটি পর্যটকবাহী হেলিকপ্টার এভারেস্ট পর্বতমালার কাছাকাছি বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায়
৬ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ জুলাই) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

উড্ডয়নের অল্প সময় পরই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বেসরকারি প্রতিষ্ঠান 'মানাং এয়ার'র হেলিকপ্টারটি লুকলা থেকে রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করেছিল। স্থানীয় সময় ১০টা ৪ মিনিটে উড্ডয়নের প্রায় ১০ মিনিটের মাথায় হেলিকপ্টারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা জ্ঞানেন্দ্র ভুল এএফপিকে বলেন, দুর্ঘটনা স্থলে ৬ জনের মরদেহ পাওয়া গেছে। এ ঘটনার তদন্তে একটি সরকারি কমিটি গঠন করা হবে।

বিমানবন্দরের কর্মকর্তা টেকনাথ সিতৌলা রয়টার্সকে জানান, হেলিকপ্টারে মেক্সিকো থেকে আসা ৫ পর্যটক ও ১ জন নেপালি বৈমানিক ছিলেন।

মানাং এয়ারের মুখপাত্র রাজু নিউপান বলেন, ভালো আবহাওয়ার মধ্যেই হেলিকপ্টারটি টেক অফ করে। আবহাওয়া একেবারেই খারাপ ছিল না। আমরা এখনই বলতে পারছি না কেন এটি বিধ্বস্ত হলো। তদন্ত করে কারণ জানতে হবে। হেলিকপ্টারটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন চেত বাহাদুর গুরুং।

এসআর

সম্পর্কিত বিষয়:

×